বকশীগঞ্জে জব্দকৃত পাহাড়ি লাল বালু প্রকাশ্য নিলামে বিক্রি!

জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে পুলিশের হাতে জব্দকৃত গারো পাহাড়ের ১৫ শ সিএফটি লাল বালু প্রকাশ্যে নিলাম করা হয়েছে। গত মঙ্গলবার ৮ জুলাই দুপুরে বকশীগঞ্জ থানা চত্বরে এসব বালু প্রকাশ্যে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে অংশ নেওয়া ৯ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা আমান উল্লাহ আমান নামে এক ব্যবসায়ীকে বালু হস্তান্তর করা হয়। ১ লাখ ২৩ হাজার টাকা ডেকে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। নিলামকৃত বালুর বৈধ কাগজপত্র আগামি ১৫ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। নিলাম কার্যক্রম চলাকালে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন সহ নিলামে অংশ নেওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্প্রতি বকশীগঞ্জ থানা পুলিশ ১৫শ সিএফটি পাহাড়ি লাল বালু সহ ৩টি ট্রাক জব্দ করে। পরে মঙ্গলবার দুপুরে সেই বালু নিলামে বিক্রি করা হয়। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আমরা অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি। বালুর ব্যবসা যারাই করবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।