সরিষাবাড়ী সংবাদদাতা : বৃহত্তর ময়মনসিং অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় জামালপুরের সরিষাবাড়ী সিনিয়র কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গত ৮ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি নবাগত উপজেলা নির্বাহি অফিসার মোহছেন উদ্দীন। উপসহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম লিটনের সঞ্চালনায় তিনদিন ব্যাপী কৃষি মেলায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ী) জামালপুর জেলার উপ- পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ। এ ছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা,মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী কৃষি মেলায় ১২টি ষ্টল স্থাপিত হয়েছে। কয়েকটি ষ্টলে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষকদের উৎপাদিন নানা পণ্য সামগ্রী শোভা পায়। একাধিক স্টল সাজানো হয়েছে বিভিন্ন নার্সারীর উৎপাদিত নানা প্রকার ঔষধি বনজ ফলজ ও নানা প্রকার বাহারী ফুল গাছের সম্ভারে। প্রথম দিনেই মেলায় আগত অনেক দর্শনার্থীকে বনজ ফলজ বা ঔষধি গাছ ক্রয় করতে দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে মেলায় শতভাগ সফলতা আশা করা যাচ্ছে।
সরিষাবাড়ীতে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
