দেওয়ানগঞ্জে ইএসডিও-র মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বন্যা সতর্কীকরণ বার্তা ও প্রস্তুতি সাড়াদান মহড়া অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৯ জুলাই ২০২৫ চুকাইবাড়ি ইউনিয়নের বীর হলকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার আগাম প্রস্তুতি বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুকাইবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আফরোজা বেগমের সভাপতিত্বে ও ইএসডিও’র কর্মকর্তা মো: আমীর হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো: আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রতন মিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ খবিরুজামান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর মোঃ শাহাদত হোসেন, বীর হলকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ এনামুল হক, চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বীরহলকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সহ অন্যান্য। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিও) এর সহযোগিতায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে (এসআরএসপি)’ প্রকল্পের আওতায় যমুনা অববাহিকায় জনপদে প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সর্বসাধারণের বিপুল সমাগম ছিল। উক্ত মহড়া অনুষ্ঠানে ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, পারিবারিক প্রস্তুতি, উঠান অধিবেশন, বন্যা চিহ্নিতকারী ফলক, উদ্ধার প্রক্রিয়া, সরকারী বিভাগের বিভিন্ন আগাম পদক্ষেপ প্রদর্শন করা হয়।