খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে চুকাইবাড়ী ইউনিয়নের উত্তর হলকার চর গ্রামে রুহুল আমিন নামে এক গরিব কৃষকের বাড়ীতে অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। গভীর রাতে সবার অজান্তে হঠাৎ অগ্নিকান্ডে পুরো বাড়ীটি ভষ্মিভুত হয়ে যায়। কোন কিছুই বের করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে নগদ অর্থ সহ প্রায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে নয়াদিগন্তকে জানান, ভুক্তভোগী মোঃ রুহুল আমিন। বীর হলকা উচ্চ বিদ্যালয়ের এসএমসির সভাপতি স্থানীয় সমাজসেবক মোঃ এনামুল হক এ সাংবাদিককে জানান, রাতে খাওয়া দাওয়া করে রুহুল আমিন পরিবার পরিজন নিয়ে শুয়ে পড়লে ঐ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। রান্না শেষে শুয়ে পড়লে চুলার আগুন থেকে ঐ অগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি সবকিছু হারিয়ে পাশ^বর্তী এক বাড়ীতে আশ্রয় নিয়েছে। ৯ জুলাই বুধবার ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গমণ করেন, বীর হলকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি সমাজসেবক মোঃ এনামুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাদল মেম্বার, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মুফতি মোঃ আক্রামুরুজ্জামান ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ এমদাদুল হক সহ অন্যান্য। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন এবং সম্ভব সহযোগিতার আশ^াস দেন।
দেওয়ানগঞ্জে কৃষকের বাড়ীতে অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
