ইসলামপুরে মূল্যবোধ ও নৈতিকতা উন্নতিকরণে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

লিয়াকত হোসাইন লায়ন ; শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যবোধ ও নৈতিকতা ও উন্নতিকরণ কল্পে শিক্ষার্থীদের সামাজিক কার্যক্রম মাদক দূরীকরন, পরিস্কার পরিচ্ছন্নতা ও বাল্য বিয়ে উদ্ধুদ্ধকরনে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মামুনুর রশিদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।