জামালপুরে এসএসসির ফলাফলে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ॥ শতভাগ পাস

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের অন্যতম স্বনামধন্য ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবারও এস.এস.সি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ফলাফল বিশ্লেষণে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই স্কুল এন্ড কলেজ টি। এ স্কুলের ৫৮ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। ৫১ জনই জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে এবং বাকি ৭ জন পেয়েছে এ গ্রেড।
ফল ঘোষণার পর পরই বিদ্যালয় চত্বর জুড়ে বয়ে যায় আনন্দের বন্যা। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক সবাই এক অন্যরকম উল্লাস্যে মেতে উঠে। আনন্দিত শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি মুখ করিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে। উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বাঁধভাঙ্গা আনন্দে এক পর্যায়ে উল্লেসিত শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ র‌্যালী বের করে।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আহনাফ আহমেদ আলিফ বলেন, আমাদের কঠোর পরিশ্রম, অভিভাবক ও স্যারদের নিবেদিত সহায়তার কারণেই এই ভাল ফলাফল সম্ভব হয়েছে।
শিক্ষার্থী সাজেদুল হাসান সানজিদ বলেন, শুধু বই মুখস্থ ’ করাই নয়, আমাদের এখানে চিত্র, অ্যানিমেশন, গ্রপ ডিসকাশন ও কুইজের মাধ্যমে শেখানো হয়। যা আমাদের পাঠ্যদান কে অনেক আনন্দিত করেছে, আমাদের এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অভিভাবক রুহুল আমিন বলেন, আমরা শুরু থেকেই দেখেছি, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে শিক্ষা দান করে আসছে। আজকের ফলাফলে প্রমাণ হলো, শুধু অবকাঠামোগতই নয় শিক্ষার মানেও প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে।
বিদ্যালয়ের অধ্যক্ষ কর্নেল মো. রাশিদুল ইসলাম খান (অবসর প্রাপ্ত) এই কৃতিত্বের জন্য শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং শিক্ষকদের পেশাদারিত্বকে কৃতিত্ব দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ তৈরি করা। এই ফলাফল আমাদের জন্য একটি মাইল ফলক। ইউনাইটেড ট্রাস্ট ও ইউনাইটেড গ্র“পের সহযোগিতা এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই সাফল্য। আমরা চাই, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের প্রতিষ্ঠিত করুক। এই সাফল্য সেই পথেই আমাদের আরও এক ধাপ এগিয়ে দিল।