খাদেমুল ইসলাম ; বিশিষ্ট লেখক ও গবেষক ড. মুহম্মদ শহীদ উজ্জামান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং তার সহধর্মিণী, জামালপুর জেলার কৃতি সন্তান ড. সেলিমা আখতার, অধ্যক্ষ, ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সম্প্রতি জামালপুর জেলার নারীদের জলবায়ু পরিবর্তন ও বিপদাপন্নতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা পত্র প্রকাশ করেছেন। গবেষণাটি বিশেষভাবে চরাঞ্চলের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, সৃষ্ট ক্ষয়ক্ষতির ভয়াবহতা এবং প্রয়োজনীয়তা প্রতিকারমূলক ব্যবস্থাগুলোর বিশ্লেষণ তুলে ধরে। গবেষণাপত্রে দেখা গেছে, জলবায়ুজনিত দুর্যোগ, বিশেষত বন্যা ও নদীভাঙনের কারণে চরাঞ্চলের নারীরা জীবিকা, নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন এবং তাদের অভিযোজন সক্ষমতা চরমভাবে হ্রাস পাচ্ছে। দেওয়ানগঞ্জের ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর কর্মকর্তাগণ এ সাংবাদিককে জানান, প্রকাশিত এই গবেষণাপত্রটি জামালপুর জেলার জলবায়ু পরিবর্তন অভিযোজন পরিকল্পনা ও নারীর টেকসই উন্নয়নে একটি নির্দেশনামূলক দলিল হিসেবে বিবেচিত হবে। এটি শুধু স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থার জন্য নয়, জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের জন্যও কার্যকর একটি রেফারেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জলবায়ু পরিবর্তন ও নারীর বিপন্নতা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ নানা মহলে ব্যাপক সাড়া
