দেওয়ানগঞ্জে পোল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপন উদ্বোধন

ai

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ রোপন উদ্বোধন করেন, পোল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মুহাম্মদ আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ এমদাদুল হক, দৈনিক নয়াদিগন্ত, ডেইলি নিউনেশন ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, শরীর চর্চা শিক্ষক মোঃ লুৎফর রহমান, আইসিটি সহকারী শিক্ষক মোঃ নুরুল আমিন, শিক্ষক আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক আমিরুল ইসলাম সহ অন্যান্য। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত পোল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসাটি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। প্রতি বছর প্রতিষ্ঠানটির ফলাফল সন্তোষজনক। এ মাদ্রাসায় সুপার সহ শিক্ষক ১৫ জন, কর্মচারী ৪ জন, অফিস সহায়ক ১ জন। মাদ্রাসাটিতে চারটি গুরত্বপূর্ণ পদ যেমন, ইংরেজী, ভৌত, সহকারী মৌলভী ও জুনিয়র মৌলভী পদ শূন্য রয়েছে। পোল্যাকান্দি রহমানিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মুহাম্মদ আলী ও মাদ্রাসার সুপার মোঃ এমদাদুল হক এ সাংবাদিককে জানান, মাদ্রাসার চারিধারে বাউন্ডারী ওয়াল নির্মাণ, মাঠ ভরাট করণ, শিক্ষকের শূন্য পদ পূরণ সহ অন্যান্য সমস্যার সমাধান অতি জরুরি। বিশেষ করে মাঠ ভরাট করণের অভাবে সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যায়। এতে করে শিক্ষক শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা, এসেম্বলীতে সমস্যা এবং পরিবেশ দূষণ হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।