মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা : মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীর অংশ হিসাবে দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বর, ডিবি-২ কার্যালয় চত্বর এবং থানার সামনে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন. প্রধান অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, অফিসার ইনচার্জ নাজমুল হাসান, পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন, এসআই (নিঃ) শহিদুল ইসলাম, সংগঠনের সভাপতি এ্যাডভোকেট রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, উপদ্রেষ্টা ফরিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃদ্ধ।