মানবিক কাজের জন্য পুলিশে যোগ দিন-পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম

এম.এ রফিক : শুধু পুলিশের পোষাক পড়লেই পুলিশ হওয়া যায় না। পুলিশ হতে হলে মানবিক কাজ করতে হবে। মানুষের আস্থা-বিশ^াস এবং ভালোবাসায় একজন পুলিশের পরিপূর্ণতা পায়। পুলিশে যোগ দিয়ে মানবিকতার কাজ করা যায়। এছাড়া তিনি আরও বলেন শরীরের ঘামের বিনিময়ে পরিশ্রমের মাধ্যমে সফল হতে হয়। শনিবার জামালপুর সদর উপজেলাস্থ হাজীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার মান উন্নয়ন বিষয়ক পরামর্শমূলক সভা ও শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম-পিপিএম কথাগুলো বলেন। উক্ত অনুষ্ঠানে হাজিপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মীর ইসহাক হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক, মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ ছানা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মাস্টার, জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন, সহ-সভাপতি মাহবুবুর রহমান জিলানী প্রমুখ। এর আগে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।