মেলান্দহ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি গঠন

মেলান্দহ সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৩ জুলাই দুপুরে উমির উদ্দিন পাইলট স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-অধ্যক্ষ মোহন তালুকদার। সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, বৃহত্তর ময়মনিসংহ সাংস্কৃতিক পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান শেলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রস্তাব সমর্থনের মাধ্যমে কবি শেখ ফজলকে সভাপতি এবং বাচিক শিল্পী এ.কে.এম. জাকিরুল হক মিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-সহসভাপতিরা হলেন-বিটিভির অনুষ্ঠান পরিচালক আব্দুল লতিফ রেজা, অধ্যক্ষ মোহন তালুকদার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ জামাল। সাংস্কৃতিককর্মী আমিনুল ইসলাম মাস্টারকে যুগ্ম সম্পাদক, কণ্ঠ শিল্পী রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক ফজলুল করিমকে কোষাধ্যক্ষ এবং সাংস্কৃতিককর্মী ফারুক আহম্মেদকে সাহিত্য সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়।