জামালপুরে জাসাস এর উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত

নিজস্ব সংবাদদাতা : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য কুটউক্তির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই শনিবার দুপুরে শহরের তামালতলা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়। জেলা জাসাস এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জামালপুর জেলা জাসাস এর সভাপতি রিজভী আল জামালী রন্জু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তি বরদাস্ত করা হবে না। জুলাই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি আর এই দেশে আসতে পারবেন না, তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে। আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সায়েদা বেগম শ্যামা, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল মোমেন কাওসার, জেলা জাসাস এর নেতা মাসুদ তালুকদার, প্রমুখ নেতৃবৃন্দ।