প্রথম ছবিতেই বাজিমাত, টাইগার-সারা-জাহ্নবীদের ছাপিয়ে গেলেন আহান পান্ডে

বলিউডে পা রাখলেন আরেক স্টার কিড— চাঙ্কি পান্ডের ভাইয়ের ছেলে আহান পান্ডে। মুক্তি পেয়েছে তার প্রথম ছবি ‘সাইয়ারা’, আর সেই ছবিই যেন একেবারে বাজিমাত করে দিয়েছে!

মোহিত সুরি পরিচালিত এই ছবিতে আহানের সঙ্গে অভিনয় করেছেন অনীত পাড্ডা। মুক্তির প্রথম দিনেই সাইয়ারা ঘরে তুলেছে ২০ কোটি রুপি, আর দ্বিতীয় দিনে আয় গিয়ে দাঁড়ায় ২৪ কোটিতে! অর্থাৎ মাত্র দুই দিনেই ছবির আয় ছাড়িয়ে গেছে ৪৫ কোটি রুপি! আর তাতেই বলিউডের এক ঝাঁক স্টার কিডকে পেছনে ফেলে দিয়েছেন আহান। দেখে নেওয়া যাক, কারা আছেন এই তালিকায়-

টাইগার শ্রফ

২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। প্রথম দিনের আয় ছিল ৬.৫ কোটি রুপি।

সারা আলি খান

২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বড় পর্দায় হাজির হন। প্রথম দিনেই আয় হয় ৫ কোটি রুপি।

জাহ্নবী কাপুর ও ঈশান খট্টর

‘সাইরাত’-এর হিন্দি রিমেক ধড়ক মুক্তি পায় ২০১৮ সালে। শুরুটা হয় ৭.১ কোটির আয় দিয়ে।

অনন্যা পান্ডে

২০১৯ সালে টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার সঙ্গে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে শুরু করেন। ছবিটি প্রথম দিনেই আয় করেছিল ১২ কোটির বেশি।

আহান শেঠি

সুনীল শেঠির ছেলে আহান ‘তড়প’ ছবির মাধ্যমে বলিউডে এসেছিলেন ২০২১ সালে। প্রথম দিনের আয় ছিল ৪ কোটির বেশি।

জুনায়েদ খান ও খুশি কাপুর

এই দুই স্টার কিডের ‘লাভিয়াপ্পা’ ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করে মাত্র ১.১৫ কোটি রুপি।

শানায়া কাপুর

সম্প্রতি ‘আঁখে কি গুস্তাখিয়াঁ’ ছবিতে আত্মপ্রকাশ করেন শানায়া। প্রথম দিনের আয় মাত্র ৩৫ লাখ রুপি।

সব মিলিয়ে বলা যায়, আহান পান্ডে সাইয়ারা দিয়ে শুধু নজরই কাড়েননি, নিজের প্রথম ছবিতেই বক্স অফিসে যে চমক দেখিয়েছেন, তা বলিউডের নতুন প্রজন্মের তারকাদের জন্য এক বড় বার্তা হয়ে থাকল।