জাতীয় ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ প্রথমবারের মতো উদ্যাপিত হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগভিত্তিক আয়োজন ‘CSE Day 01’। শনিবার সকাল থেকে দিনব্যাপী এই উৎসবে অংশ নেন সিএসই বিভাগের প্রথম থেকে পঞ্চম ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী, বিভাগটির সকল শিক্ষক এবং নিটার প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিয়া সাজ্জাদ।
সকালে নিটারের মুক্তমঞ্চে ‘নেটওয়ার্কিং সেশন’-এর মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। শিক্ষার্থীরা সেখানে আন্তঃব্যাচ পরিচিতি, মতবিনিময় এবং বন্ধন তৈরির সুযোগ পান।
অনুষ্ঠানের সূচনা হয় সিএসই তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মেসবাহ-এর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর গীতা পাঠ করেন পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য। আয়োজনের শুরুতেই ধর্মীয় সম্প্রীতির এই প্রকাশ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে ড. রানা বলেন, “শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যাচ ও আন্তঃবিভাগীয় সৌহার্দ্য গড়ে তুলতে এ ধরনের বিভাগভিত্তিক আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখে।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো ব্যাচভিত্তিক বিভাজন নয়, বরং নিটারে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন।
মূলত সিএসই দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগেই এই আয়োজন বাস্তবায়িত হয়। তাদের ভাষ্য অনুযায়ী, নিটারের দীর্ঘদিনের ব্যাচভিত্তিক সংস্কৃতিকে সম্মান জানিয়ে, তারা একটি বিভাগভিত্তিক বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির প্রয়াস নিয়েছেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। উপস্থিত সকলে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।