মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় মীর নিজাম উদ্দিন আহমেদ এর শোক প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বহু হতাহতের ঘটনা ঘটেছে।প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ফলে এক অবর্ণনীয় হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। বহু সংখ্যক ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছে। এর শোক ও কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহবায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ আরো বলেন, ‘একজন পিতা হিসাবে এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের পিতা-মাতা, ভাই-বোন সহ নিকট আত্মীয় স্বজনদের কষ্টে সান্ত্বনা দেয়া সম্ভব নয়। মহান আল্লাহ সুবহানাহু তা’আলার কাছে দোয়া করি নিহতদের তিনি ক্ষমা করে তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দেন। আর শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য ধরে এই কষ্ট কাটিয়ে ওঠার তৌফিক দেন।

এই হৃদয়স্পর্শী বার্তায় তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তাঁদের সুস্থতা ও রহমতের জন্য প্রার্থনা জানিয়েছেন।