এম.এ রফিক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডটস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউর রহমান, বাঁশচড়া এস.বি.জি মর্ডাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ঝাওলা গোপালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকছেদুর রহমান হারুন। এছাড়া সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৮জন শিক্ষার্থীদের মাঝে পারফরমেন্স বেজড গ্র্যান্ডটস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি আওতায় পুরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম বলেন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের ক্লাস পরিচালনা করতে হবে। বিদ্যালয়ে যদি ২জন শিক্ষার্থীও থাকে তাহলেও ক্লাস পরিচালনা করতে হবে। অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন পড়ালেখার বিকল্প নেই। ছাত্রজীবনই পড়ালেখার সুযোগ। কর্মে চলে গেলে আর পড়ালেখা করা সম্ভব হয় না। পড়ালেখার মাধ্যমেই নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হয়।
বিদ্যালয়ে দুইজন শিক্ষার্থী থাকলেও ক্লাস পরিচালনা করতে হবে
