নিজস্ব সংবাদদাতা : জামালপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করার প্রতিশ্র“তি দিলেন হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো: মাহফুজুর রহমান। গত ২২ জুলাই ২০২৫ তারিখ সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর এর উদ্যোগে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সাথে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এক অধিপরামর্শ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি হাসপাতালের অভিযোগ নিস্পত্তি কমিটি কার্যকর করা, হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার মান বৃদ্ধি, সঠিক সময়ে ডাক্তারের উপস্থিতি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। তিনি বলেন, সীমিত জনবল নিয়ে জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটির সেবার মান বৃদ্ধিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ গ্রহন। সনাকের অনুপ্রেরণায় গঠিত একটিভ সিটিজেন গ্র“প এবং সনাকের সহযোগিতায় ও পরামর্শে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের সংশ্লিষ্ট এসিজি’র সমন্বয়কারী হামিদুল হক সীমান্ত। তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা সনাক-এর ধারাবাহিক কার্যক্রমের অংশ। এ সময় তিনি কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভা থেকে প্রাপ্ত হাসপাতালের সেবা সংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেণ। সভায় জামালপুর সনাকের সভাপতি শামিমা খান বলেন, সনাক এর বিভিন্ন কার্যক্রমের ফলে হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ও স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সনাক জামালপুরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন জামালপুর সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ¦ায়ক অজয় কুমার পাল। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্যবৃন্দ, হাসপাতালের নার্সিং সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার, এসিজি সদস্য. ইয়েস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
হাসপাতালের সেবার মান বৃদ্ধিতে জামালপুরে সনাক-টিআইবি’র অধিপরামর্শ সভা
