রৌমারী সংবাদদাতা : রৌমারী সদর ইউনিয়ন ভূন্দর চর গ্রামে গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩ আহত ৮। ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন,ফুলবাবু (৪৫), বুলু মিয়া (৬০) ও নুরুল আমিন (৪০) এবং আহত ব্যক্তিরা হলেন, মজিবর (২৬), আরিফ (৩১), নুর মোহাম্মদ (২৫), নুরজাহান (৩৫) ফুলুরানী (৩৭), আরফিনা আকতার (১৩) আলোরানী (২৬)। এদের মধ্যে ২ জন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ভুন্দরচর গ্রামের অভিযোগের বাদী শাহজাহান আলী, সোলেমান ও বিবাদী ফজলে করিম, ফজলে রহিম ও রব্বানিদের মধে দীর্ঘদিনের পারিবারিকভাবে মনোমালিন্নতা চলছিল। গত ১৯ জুলাই শনিবার আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা ভুন্দরচর গ্রামে গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। ফের ৫ দিন পর একই জেরকে কেন্দ্র করে আজ ২৪ জলাই বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ধানের চারার জমিতে শাহজামাল গংদ্বয় পানি দিতে গেলে ওৎ পেতে থাকা বিবাদী আঙ্গুর, আপেল গংদ্বয় অস্ত্রসস্ত্র নিয়ে এসে শাহজামালের পক্ষের লোকদেরকে এ্যালোপাতারিভাবে মারডাং করতে থাকলে ঘটনা স্থলেই এক পরিবারের দুই ভাই ও এক ছেলে মারা যান। তবে পরিবারের লোক মারা যাওয়ার শোকে অজ্ঞান হয়ে আনোয়ার হোসেন মুন্সি নামের এক বৃদ্ধও মারা যান।
এ বিষয়ে রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। আমরা এবিষয়ে কাজ করছি। মামলা প্রক্রিয়াধীন। আসামী একজনকে আটক করা হয়েছে।
রৌমারীতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ফের সংঘর্ষ নিহত ৩ : আহত ৮
