জামালপুরে জুলাই শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি পালন

ফুয়াদ খন্দকার : “রক্তদানে স্মরণ করি রক্তাক্ত জুলাই” এই শ্লোগানে জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারি এলাকায় ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ, নামের একটি সংগঠন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ব্লাড গ্রুপিং ও ছয়টি স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, দেশে প্রতি বছর ৫৫ হাজার মানুষ রক্ত স্বল্পতায় মারা যায়। বিপুল সংখ্যক রক্তের চাহিদা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে পূরণ করা হয়। একজন সুস্থ্য মানুষ প্রতি চার মাস পর পর রক্ত দান করতে পারেন। রক্তদানের মত একটি মহৎ কাজে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার গোলাম মাওলা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, এডহোক কমিটির সদস্য আশরাফুল ইসলাম বুলবুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির প্রোগ্রাম অফিসার রাজিউর রহমান রাজু, জামালপুর ইউনিট লেভেল অফিসার জীবন কুমার বিশ্বাস, সিনিয়র সদস্য ইকরামুল হক লিটন, সিনিয়র সদস্য খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ যুব রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার ও শিক্ষক বৃন্দ। এ সময় শিক্ষার্থীরা সেচ্ছায় রক্ত দান করেন।