লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুরে ভটভটি ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে রাফি (২০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গত বুধবার ২৩ জুলাই বিকালে জামালপুর দেওয়ানগঞ্জ বাইপাস সড়ক ইসলামপুর পৌরসভা পাথরঘাটা পাটনিপাড়া ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি মিয়া (২০) জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের হাজীপুর কালী দাওপাড়া গ্রাামের শাহীন মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে পাথরঘাটা ব্রীজ নামক এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মটর সাইকেল সহ সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয় । ইসলামপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ.স.ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসলামপুরে মটরসাইকেল ভটভটি সংঘর্ষ এক যুবক নিহত
