রৌমারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বে-সরকারি স্কুল অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন

Exif_JPEG_420

রৌমারী সংবাদদাতা : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ বে-সরকারি স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবী জানিয়ে রৌমারী উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন কর্তৃক এক মানববন্ধন করেছেন। গত ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা চত্তরের সামনে মানববন্ধনে এ দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সহকারি অধ্যাপক হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, জিয়াউর রহমান, রিফাতুল আলমসহ অন্যান্য কিন্ডারগার্টেন ও বে-সরকারি স্কুলের শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে বক্তাগন বক্তব্যে বলেন, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখ পুর্বক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বে-সরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারবে না। বৈষমহীন এদেশে এ ধরনের বৈষম্যমুলক সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যায় না। বৈষম্যনীতি পরিপত্র বাতিল পূর্বক অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোন কার্যক্রমে প্রাথমিক শিক্ষার অংশীজন হিসাবে কিন্ডারগার্ডেন ও বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবী জানাচ্ছি।