জামালপুরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার উদ্যােগে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ২৪ জুলাই দুপুরে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে প্রশিক্ষণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী। প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস নেতা আবুল হাসানাত জালালী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিগত ১৬-১৭ বছরে ইসলামিক কোন সংগঠনই বাংলাদেশে দাড়াতে পারে নাই। কারো অধিকার নিয়ে কথা বলতে পারে নাই। বিগত সরকারের আমলে মানুষ তাদের সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে রাষ্ট্রের কাছে দাড়াতে পারে নাই। আজকে জামালপুরে একটা হলরুমে মনোমুগ্ধকর পরিবেশে প্রোগ্রামের আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস শুধু গতানুগতিক একটা সংগঠনের রাজনৈতিক প্রোগ্রাম জন্য মাঠে ময়দানে থাকে না। জনশক্তিকে যোগ্য দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম করে থাকে। তারই অংশ হিসেবে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণ ছাড়া কোন কার্যক্রম সুন্দর ভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। একজন গাড়ির ড্রাইভার তার যদি গাড়ি চালানো প্রশিক্ষণ না থাকে, হঠাৎ করে যদি তাকে একটা অটো বা রিক্সা চালাতে দেওয়া হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে এবং তার সাথে যারা থাকবে তাঁরাও ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হিদায়াতুল্লাহ রাহমানীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফতে মজলিস ময়মনসিংহ জেলার পশ্চিম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদুল আলম, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আলী আকবর, মাওলানা মাউদ হুসাইন, মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুফতী মুখলেছুর রহমান জমিরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদ আহমেদ প্রমুখ। বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার এটাই প্রথম প্রশিক্ষণ সভা বলে জানান সংগঠনের কর্তৃপক্ষ। প্রশিক্ষণ সভায় খেলাফত মজলিস জেলা শাখার সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।