ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হরয়েরছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রসা ও ভোকেশনাল বোর্ড থেকে বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তুম আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রেজুয়ান,বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্য থেকে অধ্যক্ষ শহিদুল ইসলাম, আবুল হাশেম, প্রধান শিক্ষক ফজলুল হক, রবিউল ইসলাম, উম্মে কুলছুম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, অভিভাাবক আলহাজ্ব সেকান্দর আলী শিক্ষার্থী ইয়ামিন শুপ্ত সহ আরো অনেকেই। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২/২৩/২৪ সালে এসএসসি/এইচ, এস, সি কৃতিত্বের সাথে অনুষ্ঠিত পরীক্ষায় পাশ করে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়ন আছে এদের মধ্য থেকে ১৫জন শিক্ষার্থীকে বাছাই করে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এর আগে শিক্ষার্থীদের একাউন্টে নগদ অর্থও প্রদান করা হয়েছে। অনুষ্ঠান শুরুর আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সভাপতি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের এই ফলাফল ধরে রেখে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে জানিয়ে উপদেশ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ
