শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র ক্রয়

শেরপুর প্রতিনিধি : শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। দীর্ঘ সাত বছর পর নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের তফসিল মোতাবেক গত ২৩ জুলাই বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি করা হয়। এসময় তিনটি গ্র“পে ১৯ পরিচালক পদের বিপরীতে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদের বিপরীতে ৫ জন, সাধারণ গ্র“পে ১২ পরিচালকের বিপরীতে ৪৯ জন ও সহযোগী সদস্যের ৫ পরিচালকের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৪ জুলাই বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা নেয়া হবে। ২৬ জুলাই রাত ৮ টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৪ আগষ্ট মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২২ আগষ্ট নির্বাচন। ওই দিন শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে এক হাজার তিনশত ৪৯ জন ও সহযোগী গ্রুপে ৮শত ৭৫ জন ভোটার ভোট প্রদান করবেন। নির্বাচনে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে শেরপুরের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব, সদস্য হিসেবে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সহকারী অধ্যাপক মুশফিকুজ্জামান সেলিম দায়িত্ব পালন করছেন। শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন বলেন, এবার চেম্বারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সদস্যপদ নবায়ন করেছেন। শুধু তাই নয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উল্লেখ করার মতো সদস্য মনোনয়ন পত্র ক্রয় করেছেন এবং আজ দাখিল করছেন। আমিও এবারের নির্বাচনে একজন প্রার্থী। আশা করছি ভোটাররা এবার যোগ্য ও তাদের পছন্দ মতো ব্যবসায়ী বান্ধব নেতা নির্বাচন করতে পারবেন। শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্র্রির নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকিব বলেন, গত ১ জুন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ট্রেড, সাধারণ ও সহযোগী এই তিনটি গ্রুপের পৃথক খসরা ও পরে ১০ জুলাই ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৩ জুলাই মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে এবং আজ ২৪ জুলাই বিকাল ৪টা থেকে মনোনয়ন পত্র গ্রহণ করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করবো।