৩ যোদ্ধার কাহিনি নিয়ে ‘ওয়ার টু’, প্রথম দিনেই ১০০ কোটি আয়ের প্রত্যাশা

কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। এই সিনেমায় প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন হৃতিক, জুনিয়র এনটিআর এবং কিয়ারা। 

তিন যোদ্ধার লড়াইয়ের কাহিনি নাকি ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলার। যা দেখে ভক্তদের প্রত্যাশার পারদ আরও বেড়েছে। 

ট্রেলার শুরুতেই হৃতিককে বলতে শোনা যায়, ‘আমি প্রতিজ্ঞা করছি, আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব।’ 

তারপরেই এনটিআরকে বলতে শোনা যায়, ‘আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব।’

ট্রেলার শুরুতেই এটুকু স্পষ্ট হয়ে যায়, এনটিআর এবং হৃতিকের চরিত্রের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে এই সিনেমায়। টাইগার শ্রফের ছবিও দেখানো হয়েছে ট্রেলারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, এই সিনেমায় পূর্ববর্তী পর্বের বেশ কিছু অংশ তুলে ধরা হবে। বিশেষভাবে নজর কেড়েছেন আশুতোষ রানা।

তবে যার কথা উল্লেখ না করলেই নয়, তিনি হলেন কিয়ারা আদভানি। একদিকে বিকিনি পরে সৌন্দর্যের সমস্ত মাপকাঠি ভেঙ্গে ফেলছেন আবার অন্যদিকে বন্দুক হাতে দৃঢ় চিত্তে লড়াই করছেন শত্রুপক্ষের সঙ্গে। দেখানো হয়েছে কিয়ারা-হৃতিকের প্রেম পর্বও।

তিনজনেই নিজেদের জায়গা থেকে লড়াইয়ে নেমেছেন। কিন্তু সবশেষে কার জয় হবে? তিনজনেই যদি দেশকে আগে রাখে, তাহলে এই লড়াইয়ের অর্থ কী? এমন অনেক প্রশ্নের উত্তর অজানা, যা স্পষ্ট হবে সিনেমা মুক্তির মাধ্যমেই।

এদিকে বিগ বাজেটের এই সিনেমা নিয়ে নির্মাতাদের প্রত্যাশার পরিমাণও বেশি। তারা আশা করছেন, মুক্তির প্রথমদিনেই বিশ্বব্যাপী ১০০ কোটির ব্যবসা করতে পারে ‘ওয়ার টু’। 

কারণ সাড়াজাগানো স্পাই ইউনিভার্সের সিক্যুয়েল হওয়ায় ‘ওয়ার ২’র প্রতি মানুষের আগ্রহ যথেষ্টই রয়েছে। তাছাড়া হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বীতা দেখার আগ্রহ ছবিটির প্রধান সেলিং পয়েন্ট।