নিজস্ব প্রতিনিধি: জাতীয় দৈনিক পত্রিকা,অনলাইন নিউজ পোটার্লসহ বিভিন্ন পত্রিকায় বিকল্পধারা বাংলাদেশ নির্বাচন কমিশনে আয়-ব্যয় হিসাব জমা দেওয়ার জন্য কোন সময় চায়নি এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে।কিন্তু নির্ধারিত সময় ৩১ জুলাই সকালে বিকল্পধারা বাংলাদেশ নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে চিঠি দিয়েছে। বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নানের স্বাক্ষরিত চিঠি দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলু নির্বাচন কমিশনে জমা দেন।
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার জন্য এক মাস সময় চেয়েছে বিকল্পধারা বাংলাদেশ
