ঝিনাইগাতী সংবাদদাতা ; শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভারুয়া লাল স্কুলের সন্নিকটে বসবাসরত যমুনা সাংমা ও নমুনা সাংমা দুই বোনের ৫০ শতাংশ কৃষি জমি বেদখল করার অভিযোগ উঠেছে। জানা গেছে ওই ইউনিয়নের ইউপি সদস্য হামিদুল্লাহ জমিটুকো প্রতারণা করে বে দখল করেছেন। ২০০৬ সালে আদিবাসী দুই বোনের সংসারে অভাব অনটনের জন্যে হামিদুল্লাহর মনোহারি দোকান থেকে ১৩ হাজার টাকা বাকি খায় এক বোনের অসুস্থতার কারনে নগদ বিশহাজার টাকা গ্রহণ করেন। এই টাকা সুদে আসলে বাড়তে থাকে দুই বোন টাকা ওয়াশিল করতে না পেরে ঢাকায় পাড়ি জমায়। কয়েক বছর ঢাকায় কর্মসংস্থান থেকে বাড়িতে ফিরে এসে তাকে টাকা দিতে চাইলে টাকা ফেরত না নিয়ে তাদেরকে জানিয়ে দেয় জমি তোরা বিক্রি করেছিস। গত সপ্তাহে হামিদুল্লাহর নেতৃত্বে ৩০/৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে সকালে জমিতে হাল বয়ে দখল নিয়ে আদিবাসী দুই বোনকে হুমকি প্রদর্শন করে চলে আসে এবং ভূয়া জাল দলিল করেছে বলে দুই বোন মৌখিক অভিযোগ করেন। এ ব্যাপারে ইউপি সদস্য হামিদুল্লাহ জানান জমি আমার নিকট বিক্রি করেছে তখন জমির মুল্য কম ছিল। গত মাসে ট্রাইবেল ওয়েল ফেয়ার চেয়ারম্যান নবেশ খুকশী সহ আদিবাসী নেতারা এই জমি নিয়ে বৈঠকে বসলে ৪লাখ টাকা দিয়ে জমি লিখে নিতে বলেন আমি মেনে নিয়েছি। এখন আমাকে হ্যায় প্রতিপন্ন করার জন্যে দুই বোন মিথ্যা অভিযোগ করেছে। প্রয়োজনে আইনের ব্যবস্থা নিবেন এবং জমি ক্রয় করেছেন বলে জানান। এলাকাবাসী এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় তুলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে খতিয়ে দেখার আহবান জানিয়েছেন। ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যে ৩য় পক্ষ জোর তদবির চলাচ্ছে বলে অভিযোগ রয়েছৈ।
ঝিনাইগাতীতে আদিবাসী দুই বোনের জমি বেদখলের অভিযোগ
