নিজস্ব সঙবাদদাতা : গত ৫ আগস্ট জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন জামালপুর আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক, জামালপুর এর প্রতিনিধি সহকারি কমিশনার (ভুমি) জামালপুর সদর মাহবুব হাসান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাট্টাজোড় কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বেলালী। আলোচনায় অংশগ্রগণ করেন জুলাই যোদ্ধা ওয়াসিমুল সামী ও তার ৭ জন সহযোদ্ধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জামালপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ। এর আগে ইফা: জামালপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ’র নেত্রিত্বে ৩০ জন হাফেজে কুরআনের মাধ্যমে খতমে কুরআন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের আশু আরোগ্য কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোওয়া-মোনাজাত করা হয়।
জামালপুর ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা
