নিজস্ব সংবাদদাতা : ৯ আগস্ট, শনিবার, জামালপুর শহরের বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র বিগত ১২ জুলাই প্রয়াত হয়েছেন। এই বিশিষ্ট মানুষটির স্মরণে গত ৮ আগস্ট শ্রীশ্রী ঁরী দয়াময়ী মন্দির প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তিনি ছিলেন মানুষ গড়ার এক কারিগর আদর্শ শিক্ষক, বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সম-অধিকার, সম-মর্যাদার আন্দোলনের নির্ভীক সহযোদ্ধা। এক বিজ্ঞ আইনজীবী, সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে বিভিন্ন দিক-নিদের্শনা দিয়েছেন। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সম্মানিত সদস্য, শ্রীশ্রী রাধা মোহন জিউ মন্দির পরিচালনা পরিষদের সহ-সভাপতি, শিববাড়ী দয়াময়ীপাড়া মন্দিরের সভাপতি, শ্রীশ্রী ঁরী দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি, জামালপুর মহাশ্মশান ঘাট পরিচালনা পরিষদের সাবেক উপদেষ্টা, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসাবে সততা ও দক্ষতার সাথে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। এছাড়াও বিভিন্ন মন্দিরের সাথে যুক্ত ছিলেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন, ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মীকান্ত পন্ডিত। সভার সূচনায় প্রয়াত অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র স্মরণে শোক সঙ্গীত পরিবেশন করে জামালপুর উদীচী শিল্পীগোষ্ঠী এবং স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাঞ্জলিপত্র পাঠ করেন স্বরস্বতী রাজভর।
স্মরণসভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নির্মল কান্তি ভন্দ্র প্রয়াত এর ছোট ভাই পরিমল ভদ্র, মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি ও পরিচালক উৎপল কান্তি ধর, জামালপুর শহরের দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সিদ্ধার্থ শংকর রায় আরোও বক্তব্য রাখেন, সত্যেন্দ্র চন্দ্র পাল, সুভাশিষ তালুকদার, অজয় পাল বাবু, বিপুল কাঞ্জিলাল প্রমুখ। স্মরণসভায় জামালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ যোগ দেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার বিশিষ্ট নেতা ও আইনজীবী নির্মল কান্তি ভদ্র প্রয়াণে স্মরণসভা
