নিজস্ব সংবাদদাতা : জামালপুর পৌর শহরের শেখের ভিটায় বিজয় চত্বরে আল-ফালাক ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. ওয়ালি উল্লাহ এর সভাপতিত্বে সোয়াইব আল্লাম মারুফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠিাতা, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল- কারীম জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মুফতি মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাব্বির হোসেন, হাফিউল ইসলাম, মো. মুরাদুজ্জামান, জাকারিয়া আলম, শান্ত, ইউপি সদস্য সাইফুল প্রমুখ বক্তব্য রাখেন।
জামালপুরে আল-ফালাক ডায়াগনস্টিক এন্ড হাসপাতালের শুভ উদ্বোধন
