জামালপুরে ডাঃ আজিজ আহমেদ বিলাসকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সু পরিচিত নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ (রেজিষ্টার শিশু বিভাগ জামালপুর মেডিকেল কলেজ) চিকিৎসক ডাঃ আজিজ আহমেদ বিলাস কনসালটেন্ট পদে পদন্নোতি প্রাপ্ত হওয়ায় জামালপুর শহরের সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেড ও বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাবেক সাধারণত সম্পাদক ও জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি মো. আশরাফুল ইসলাম বুলবুল, ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ স্টাফ বৃন্দ।