পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর প্রশাসনিক ভবনের নীচতলায় আগুন

নিজস্ব সঙবাদদাতা : গত ১০ আগষ্ট রোববার সকাল পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এর প্রশাসনিক ভবনের নীচতলার (ভবনটি ১০ তলা বিশিষ্ট) এমডিবিতে (মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে) বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুনে এমডিবি বোর্ড সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ৩য় তলা পর্যন্ত মেইন লাইনের তার ক্ষতিগ্রস্থ হয়। সাব স্টেশনের ৩টি ব্রেকার নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিকভাবে মহাপরিচালক কর্তৃক ফায়ার সার্ভিস, মেলান্দহ, জামালপুরকে জানানো হলে ফায়ার সার্ভিসের টিম সকাল ৪.৫৬ মিনিটে একাডেমিতে এসে ৭/৮ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এমডিবি বোর্ডের তারসহ আনুষাঙ্গিক সকল মালামাল বাবদ আনুমানিক ৬/৭ লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। ভবন ও জানমালের কোন উল্লেখযোগ্য ক্ষতিসাধন হয়নি। বর্তমানে একাডেমিতে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে এবং এটি মেরামতে কমপক্ষে ৭/৮ দিন সময় লাগতে পারে।