ঝিনরাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাবরেজিস্টার অফিসের রাস্তার বেহাল দশা ও উপজেলার যাতায়াতের একমাত্র রাস্তায় হাঁটু পানি জমে থাকার ফলে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এ নিয়ে এই প্রতিবেদকের পাঠানো প্রতিবেদন জাতীয়, ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়। পরে উপজেলা প্রশাসন থেকে সাবরেজিস্টার অফিসের রাস্তার কাজ শুরু ও উপজেলায় যাতায়াতের রাস্তার পানি নিস্কাশন করা হয়েছে। ফলে জন সাধারণের চলাফেরার কষ্ট লাঘব হয়েছে। রাস্তায় আর বৃষ্টির পানি জমে থাকে না অপর দিকে সাবরেজিস্টার অফিসে যাতায়াতের রাস্তার কাজ দ্রুত শুরু হওয়ার ফলে দলিল লেখক সহ জমির ক্রেতা বিক্রেতাদের মুখে বইছে আনন্দের হাসি। সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত দুইটি কাজের সমাধান করার জন্যে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলকে ধন্যবাদ জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, আমার উপর সরকারের অর্পিত দায়িত্ব পালন করেছি। রাস্তার পানি নিস্কাশন সমাপ্ত হয়েছে। সাবরেজিস্টার অফিসের কাজ শুরু করা হয়েছে অচিরেই শেষ হবে বলে জানান।
ঝিনাইগাতীতে সংবাদ প্রকাশের পর সাবরেজিস্টার অফিসের রাস্তার কাজ শুরু ও উপজেলা রাস্তার পানি নিস্কাশন সমাপ্ত
