নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সোমবার ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধনে টাস্কফোর্স কমিটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনা করেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমনুর করিম, কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদের ইমামগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন সরকার সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছে। এছাড়া প্রতিনিয়ত মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে ইউনিয়ন পরিষদে। তাই আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ৪৫ দিনের মধ্যেই জন্ম নিবন্ধন করবেন এবং মৃত্যু নিবন্ধন করতে সহায়তা করবেন।
কেন্দুয়ায় ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধনে টাস্কফোর্স কমিটি সভা অনুষ্ঠিত
