খবরদার, বাচ্চা আছে : সালমান খান

বলিউডের ভাইজান সালমান খানের জীবনে নিরাপত্তা এখন অবিচ্ছেদ্য অংশ। একের পর এক হুমকির মুখে পড়েও পরিবারের সুরক্ষায় কোনো ছাড় দেন না। সম্প্রতি ভাগ্নিকে নিয়ে বাইরে বের হয়ে পাপারাজ্জিদের ওপর রীতিমতো ‘দাবাং’ মেজাজে ফেটে পড়েন তিনি।

ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভাগ্নিকে কোলে নিয়ে সালমান এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। সেখানেই অভিনেতাকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। ক্যামেরার ঝলকানি দেখে ভয় পেয়ে সালমানের গলা জড়িয়ে ধরে ছোট্ট ভাগ্নি। 

এ সময় সুরক্ষার কথা মাথায় রেখে পাপারাজ্জিদের কাছে ভাগ্নিকে দূরে রাখার অনুরোধ জানান তিনি। এরপরই অনেকটা কড়া সুরেই তিনি বলেন, ‘খবরদার, বাচ্চা আছে।’

পরিবারের প্রতি সালমানের এমন দায়িত্ববোধ দেখে মুগ্ধ নেটিজেনরা। ভাগ্নিকে যেভাবে কোলে আগলে রেখেছেন তিনি, তা দেখে মামা হিসেবে তার মমতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

তবে শুধু ভাগ্নি নয়, সম্প্রতি মুম্বাইয়ে বোন আলভিরা অগ্নিহোত্রীর বাড়িতে রাখি বন্ধন উৎসবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দেখা যায় সালমানকে। এই উৎসবে উপস্থিত ছিলেন সালমানের বাবা সেলিম খান, ভাই আরবাজ খান ও তার স্ত্রী শুরা খান, পুত্র আরহান খান এবং বোন অর্পিতা খান শর্মাও।