ঝিনাইগাতীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ”প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বাহির হয়ের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলার হল রুমে এক আলোচনা সভায় চেক ও সনদ বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমবায় কর্মকর্তা রুকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। অন্যান্যদের মধ্য থেকে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার জহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ। প্রধান অতিথি ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন যুব সমাজকে আত্মনিভর্রশীল করার জন্যে সরকার কাজ করছে। তাদের সফলতা আসলে দেশের সফলতা আসবে। যুব অধিদপ্তর কর্তৃক যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে সরকার বেকারত্ব সমাধানে এগিয়ে যাচ্ছে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও সনদ তুলে দিয়ে সঠিক ক্ষেত্রে চেকের টাকা কাজে লাগানোর জন্যে নির্দেশ প্রদান করেন।