বাংলাদেশ মানবাধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার কমিটি গঠিত-এডভোকেট গাজী মনি সভাপতি ও মোস্তফা কামাল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট্ নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। বুধবার কেন্দ্রীয় কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম ও মহাসচিব আমিনুল ইসলাম বুলুর স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট গাজী মনি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা কামাল।কমিটির অন্যান্য সদস্যরা হলেন : মোঃ তমাল মিয়া-সিনিয়র সহ সভাপতি, মোঃ ইকবাল হোসেন গাজী-সহ সভাপতি, মোঃ বিলাত হোসেন-সহ সভাপতি, ফাহিমা মাসুদ-সহ সভাপতি, সাজিদুর রহমান মাহাদি-যুগ্ম সম্পাদক, গাজী কুলসুম-যুগ্ম সম্পাদক, তানজিলা আক্তার ফারিয়া-সাংগঠনিক সম্পাদক, হেদায়েতুল ইসলাম- দপ্তর সম্পাদক, মোঃ তুষার মিয়া-অর্থ সম্পাদক, একেএম নজরুল ইসলাম-আইন সম্পাদক, মিনারা আক্তার -মহিলা বিষক সম্পাদক, মোঃ জাকারিয়া-পাঠাগার সম্পাদক, জাহাঙ্গীর হোসেন শিকদার-প্রচার সম্পাদক, মোঃ নজির আহমেদ-স্বাস্থ্য সম্পাদক, আশরাফুল ইসলাম-কৃষি সম্পাদক, মোঃ সজীব মিয়া-তথ্যপ্রযুক্তি সম্পাদক, লুতফুন নাহার তালুকদার-শিক্ষা সম্পাদক, অলিউর রহমান-ধর্ম সম্পাদক, মোঃ রবিউল আলম-সমাজকল্যাণ সম্পাদক, আফরোজা আক্তার স্বর্নালী-সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সালাউদ্দিন চৌধু্রী-সহ দপ্তর সম্পাদক, মোঃ সুজন মিয়া -সহ অর্থ সম্পাদক, মোঃ সিরাজ মিয়া-সহ আইন সম্পাদক, ফারজানা আক্তার-সহ মহিলা বিষক সম্পাদক, জেসমিন আক্তার-সহ পাঠাগার সম্পাদক, তাওহিদুল ইসলাম ফারদিন-সহ প্রচার সম্পাদক, অন্তর চন্দ্র দাস-সহ স্বাস্থ্য সম্পাদক, জুনায়েত ইসলাম-সহ কৃষি সম্পাদক, রুবেল আহমেদ- সহ তথ্যপ্রযুক্তি সম্পাদক, নূরুল আমিন সরকার-সহ শিক্ষা সম্পাদক, রাজিব মিয়াঁ-ধর্ম সম্পাদক, মোঃ আবুল হোসাইন-সহ সমাজকল্যাণ সম্পাদক, আবুল হোসেন-সদস্য, মোঃ ইকবাল হোসেন গাজী-সদস্য, জাকির হোসেন-সদস্য, নাফিউল আলম-সদস্য, মোঃ মাছুম রানা- সদস্য, মনির হোসেন -সদস্য, রীনা আক্তার-সদস্য, মোঃ সামসুল আরেফিন- সদস্য, তানভির শিকদার- সদস্য, আবুল হাশেম-সদস্য, মোঃ খোরশেদ আলম- সদস্য, আব্দুল জলিল- সদস্য, নাজিম উদ্দিন-সদস্য, মোঃ মামুন মিয়াঁ- সদস্য, মেহেদী হাসান পাভেল- সদস্য,নূরে আলম শরীফ- সদস্য, শাহ আলম সরকার- সদস্য।