জামালপুরে আভা-রাইদা ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আভা-রাইদা ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে সেমিফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে। 

খেলায় ভাটারা একাদশ বনাম কান্দারপাড়া একাদশ  টুর্ণামেন্ট সেমিফাইনালে খেলায় অংশ নেন।এতে পাবই সোনার বাংলা মাঠে খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  এডিশনাল ডিআইজি ইমামুর রশীদ রতন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতপল্লা  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী,তিতপল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন  প্রমুখ।খেলাটি উদ্বোধক করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক আলমগীর কবির।খেলায় কান্দারপাড়া একাদশ ১-০ গোলে বিজয়ী হয়ে  ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করেন।ফুটবল প্রেমিদের উপস্থিতে খেলা মাঠে হাজার হাজার মানুষ কানায় কানায় ভরে যায়।খেলায়  ধারাভাষ্য ছিলেন গাজীপুরে ব্র্যাকের এরিয়া ম্যানেজার মোঃ সাজু ও পল্লী সঞ্চয় ব্যাংকের  কর্মকর্তা  রবিউল ইসলাম।