পাল্টে দিলেন এসআই আশরাফুল হক

জাহাঙ্গীর আলম : জামালপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি তদন্ত কেন্দ্র হলো নরুন্দি এই তদন্ত কেন্দ্রে যোগদানের পর পরই জনগনের প্রত্যাশা প্রায় শতভাগ পূরন করেছেন এসআই আশরাফুল হক সন্ত্রাস মাদক চাঁদাবাজ অপরাধমুক্ত বলে পরিচিত এখন চারটি ইউনিয়নে । ইতোমধ্যে কর্মদক্ষ তার কাজ দিয়ে জনগনে মাঝে প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। তারি ধারাবাহিকতায় দিবাগত রাতে ঘোড়াধাপ ইউনিয়নের কলাবাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ তিনটি চোরাই ষাঁড় গরু উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে গরুর প্রকৃত মালিককে খুঁজে বের করতে এবং চোরদের গ্রেপ্তারে তদন্ত চলছে। ঘটনাটি ঘটে গত ১৫ আগস্ট, শুক্রবার রাতে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবুর রহমানের দিকনির্দেশনায় (এসআই) মো. আশরাফুল হক (এএসআই) উদয় কুমার চক্রবর্তী, এএসআই আব্দুল হালিমসহ সঙ্গীও ফোর্স নিয়ে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের মাদারপুর গ্রামের বালুআটা কেন্দ্রীয় কবরস্থানের কাছে অভিযান চালান। অভিযানের সময়, ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জাহিদ হোসেন নামে এক ব্যক্তির নির্জন জমিতে কলা গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তিনটি ষাড় গরু দেখতে পেয়ে পুলিশ সংবাদ দেয় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে এ সময় চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। কলা গাছের বাধা অবস্থায় তিনটি গরু দেখতে পাই পুলিশ৷ উদ্ধারকৃত গরুগুলোকে বর্তমানে নরুন্দি তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, গরুর প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং অজ্ঞাতনামা চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।