শাহবাজপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জানা যায় শাহবাজপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদাযাপন করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা যুবদল নেতা মোঃ নাছির উল্লাহ রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার যুবদল নেতা মোঃ মাহমুদুল হাসান মানিক, ছাত্রদল নেতা মোঃ আল-আমিন, আবু সাঈদ প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।