জামালপুরে জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা, প্রতিবাদে বিক্ষোভ

আসমাউল আসিফ : জামালপুরে আগামী ২৩ আগষ্ট জেলা বিএনপির সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এর প্রতিবাদে আসন্ন সম্মেলন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিতরা। শনিবার (১৬ আগষ্ট) দুপুরে পৃথকভাবে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ. এস. এম আবদুল হালিম, বিএনপির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেলা বিএনপির নেতৃত্বে নেতাকর্মীরা জেল, জুলুম, মামলা, নির্যাতন সহ্য করেও প্রতিটি আন্দোলন কর্মসুচিতে অংশ নিয়েছে। দীর্ঘদিন পরে জেলা বিএনপির সম্মেলন নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলার সবগুলো আসনে বিএনপিকে বিজয়ী করতে এই সম্মেলন ভুমিকা রাখবে।
এদিকে, জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির মাধ্যমে আগামী ২৩ আগষ্টের সম্মেলন বাতিলের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলের একটি অংশের পদ বঞ্চিত নেতাকর্মীরা। শহরের বকুলতলা চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ এই অবৈধ কমিটি আমরা মানি না। এই অবৈধ কমিটির অধীনে জেলা বিএনপির সম্মেলন হতে পারে না। অবিলম্বে জেলা বিএনপির কমিটি বাতিল ও আসন্ন সম্মেলন বন্ধের দাবী জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।