দেওয়ানগঞ্জে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

oplus_2

ওসমান হারুনী : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর এলাকার চর ভবসুর ঠোঁটাপাড়া গ্রামের মিথ্যা অপপ্রচার সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী ফারুকের পরিবার। শনিবার দুপুরে চর ভবসুর ঠোঁটাপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভোক্তভোগী মনজুরুল হক নয়া ও ছোট ভাই ফারুকের পরিবারের লোকজন অভিযোগ করেন, তারা তাদের ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করছেন। প্রতিবেশী কারো চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি। ছোট ভাই ফারুকের বাড়ীর নিরাপত্তা না থাকায় বাউন্ডারি নির্মাণ করা হয়। কিন্তু প্রতিপক্ষ ওসমান গণী উজ্জ্বল জোরপূর্বক তাদের বসতভিটার জমি জবরদখল করে রাস্তা তৈরি করা পায়তারাসহ আমাদের মারধরসহ নানান হুমকি ধামকি দিয়ে আসছে এবং আমাদের নিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্র পত্রিকা অপপ্রচার করে আসছে। তার অন্যায় অত্যাচারে আমার পরিবার ও ভাই অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা উক্ত ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশা পাশি সাংবাদিক ভাইদের সঠিক সংবাদ প্রকাশের আহব্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভোক্তভোগী ফারুকের স্ত্রী হাসনা, ভাগ্নে সুলতান,চামিলী,ফারুকের বড় বোন ছহিলাসহ ভোক্তভোগী পরিবারে অনেকেই বক্তব্য রাখেন।