খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে নদীর তীরবর্তী মানুষ চরম আতংকে ভুগছে। সপ্তাহ খানেক আগে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিমাঞ্চল প্লাবিত হয়ে সদ্য রোপনকৃত রোপা আমন, আখ, শাক-সবজির বাগানের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পানি কমতে শুরু করেছে। পানি কমার সাথে নদ-নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন শুরু হয়েছে। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিলে, গত রবি ও সোমবার উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর এলাকা সরেজমিন পরিদর্শনে যান উপজেলা নিবার্হী অফিসার মোঃ আতাউর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ। তারা সবকিছু দেখে, শুনে ভাঙ্গন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন এলাকাবাসীদের। ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙ্গনে ব্যবসা প্রসিদ্ধ ঝালোরচর বাজার, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী-রৌমারী প্রধান সড়কের উপর নির্মিত ঝালোরচর ব্রীজ, ঝালোরচর জামে মসজিদ সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ভাঙ্গনের মুখে পড়ে। নয়াদিগন্ত উপজেলা সংবাদদাতার এক প্রশ্নের উত্তরে ইউএনও আতাউর রহমান জানান, দু-এক দিনের মধ্যে ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হবে। এ প্রেক্ষিতে মঙ্গলবার ১৯ আগষ্ট ঝালোরচর বাজার এলাকায় ৫ হাজার ৪ শত জিও ব্যাগ ও ১৫০ টিউব ব্যাগ ভাঙ্গন স্থলে ফেলানোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। এ সময় পাউবো’র উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন, ঝালোরচরে ভাঙ্গন ছাড়াও উপজেলার তিলকপুর, পোল্যাকান্দি, মন্ডলবাজার, হাজারীপাড়া, চরপোল্যাকান্দি, শেখপাড়া, মাদারচর, কাঠারবিল, চর আমখাওয়া, সানন্দবাড়ী সহ বিভিন্ন স্থানে ভাঙ্গন অব্যাহত রয়েছে। সম্প্রতি হাজারী গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে ভাঙ্গনে বিলীন হয়েছে। মন্ডল বাজারও ভাঙ্গনের হুমকিতে রয়েছে। হাজারী গ্রামের স্কুলটির শিক্ষক ছাত্ররা ফারাজীপাড়া গ্রামে একটি চালা ঘর তোলে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দেওয়ানগঞ্জে বিভিন্ন পয়েন্টে নদ-নদীর ভাঙ্গন জিও ব্যাগে রক্ষার চেষ্টা ঝালোরচর বাজার ও ঝালোরচর ব্রীজ
