আসমাউল আসিফ : জামালপুরে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বিএনপির একাংশের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল বুধবার ২০ আগষ্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতালের আহবান করা হয়। সকালে হরতালের পক্ষে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি শহরের সকাল বাজার এলাকা থেকে শুরু হয়ে তমালতলা হয়ে আবার সকাল বাজার এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় হরতালের সমর্থকরা রাস্তায় অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। হরতালের কারণে সকালে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। বিক্ষিপ্তভাবে হরতালকারীরা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলেও কোথাও কোন আপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল সমর্থকরা শহরের সকাল বাজার এলাকায় প্রধান সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী বলেন, মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটির মাধ্যমে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন মানি না। আগামী ২৩ আগষ্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, হরতালকারীরা রাস্তায় অবস্থান নিলে তাদের সরিয়ে দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করেছে পুলিশ, সেনাবাহিনীসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। উল্লেখ্য, আগামী ২৩ আগষ্ট জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতান্ত্রিক পন্থায় সরাসরি দলীয় ভোটারদের ভোটে দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচনের জন্য সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ইতিমধ্যে ৫১৫ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জামালপুরে বিএনপির একাংশের ডাকা অর্ধবেলা হরতাল ঢিলেঢালাভাবে পালিত
