লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরে ইসলামপুরে স্বেচ্ছা সেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২০ আগষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসুচির আয়োজন করে। উপজেলা বিএনপির দলীয় কার্যলায়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রদক্ষিণ করে থানা মোড়ে বটতলা চত্তওে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম বিপুলের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা যুবদলের আহবায়ক শেখ হেলাল, যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক শাকিল বাবু,সহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী এতে অংশ নেন।
অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষে ওরা এগারো জন শহিদ স্মৃতি পরিষদ সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ নেতৃত্বে বিকালে পৌর শহরের ইসলামপুর সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপি সহ-সভাপতি মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক পনির আহম্মেদে,জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,জাকারিয়া মন্ডল বক্তব্য রাখেন।
ইসলামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
