এম.এফ.এ মাকাম : জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলা স্কুল মাঠে ব্রম্মপুত্র ইউনিভার্সিটির আয়োজনে ও পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতা এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় বিআরআইইউ ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইইউ বোর্ড আব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহীদুল রহমান খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিআরআইইউ বোর্ড আব ট্রাস্টিজের সদস্য মো: উবায়দুল্লাহ, বিআরআইইউ ট্রেজারার অধ্যাপক এ কে এম জাওয়াদুল হক, বিআরআইইউ পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রইছ উদ্দিন , বিআরআইইউ রেজিস্ট্রার গোলাম মাওলা, পূবালী ব্যাংক টাঙ্গাইল অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন , পূবালী ব্যাংক বকুলতলা শাখার ম্যানেজার আমিনুল হক ,পূবালী ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার রাকিবুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত থেকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
জামালপুরে পূবালী ব্যাংক পিএলসি এর সহযোগিতায় আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
