বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গত বৃহস্পতিবার ২১ আগস্ট বিকালে পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মোকাম্মেল হক, সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিষ্টার, সহসভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সহসভাপতি গাজীউর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলী, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেদুজ্জামান সোনা, উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান তুলন, উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান তালুকদারের রোগমুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মতবিনিময় সভায় নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির নির্বাহী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
