দেওয়ানগঞ্জে সদরে বিক্রি হওয়া জমি বেদখলের পায়তারা করছে ওয়ারিশ!

ওসমান হারুনী : দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে উৎমারচরে বিক্রি করা জমি ভুলক্রমে হাল দাগ খতিয়ান ভুল হওয়ার সুযোগে ক্রেতার ওয়ারিশদের জমি বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বেদখল করা পায়তারার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, ১৯৯২ সালে সমেশ উদ্দিন আকন্দ গংদের বিক্রি হওয়া দেওয়ানগঞ্জ সদরের উৎমারচর মধ্যে ১৮শতাংশ জমির ক্রেতা সর্বশেষ মালিক ইছমাইল হোসেন মারা যাওয়া পর তার স্ত্রী ওয়ারিশ শাহানা খাতুন গংরা জানাতে পারে যে জমিটি রেজিস্ট্রী করার সময় ভুল ক্রমে ৯১৪নং সাব কবলা দলিলের তফসিল ভূমির বর্ণনায় “হাল ৩৪৮নং” দাগের স্থলে “বি.আর.এস ২২৭ নং খতিয়ানের বি.আর.এস ৬১৩ নং দাগ” লিপিবদ্ধ হয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর জমি বিক্রেতার ওয়ারিশের নিকট দলিলটির দাগ নং সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করলে বিবাদীরা অস্বীকার করে। পরে এব্যাপারে জমি মালিকের বর্তমান ওয়ারিশ শাহানা খাতুন ২০জুন ২০২৫ সালে আদালতে দাগ নং সংশোধনের মামলা করেন। এই খবর পেয়ে জমিটির পূর্ব বিক্রেতা মালিকের বর্তমান ওয়ারিশ আলাল উদ্দিন শেখ উক্ত জমিটি বেদখলের চেষ্টা করছেন। ফলে নিরুপায় হয়ে দাগ নং সংশোধন না হওয়া পর্যন্ত এব্যাপারে ভোক্তভোগী জমির প্রকৃত মালিকের ওয়ারিশ শাহানা খাতুন জমিটি যাতে বিবাদী জোরমূলে বেদখল করতে না পারে সে জন্য বিবাদী গণের বিরুদ্ধে আদালতে অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ চেয়েছেন। এর পরেও বিবাদী অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা নোটিশের কোন জবাব না দিয়ে জমিটি বেদখল করার পায়তারা করছে। এব্যাপারে ভোক্তভোগী বাদি শাহানা খাতুন সুবিচার কামনা করেছেন।