জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ॥ সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন নির্বাচিত

এম.এ রফিক : দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ আগষ্ট জামালপুর শহরের লুইস ভিলেজের বিপরীত মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। সঞ্চালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এম আব্দুল হালিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় বার স্বাধীন হওয়ার সুযোগ নেই। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও বলেন বিএনপি ভাঙ্গার চেষ্টা করবেন না বিএনপি নেতাকর্মীরা পরীক্ষিত। জামালপুরের নেতাকর্মীরা একসাথে আগামী সকল কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) কে সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করেন। সেই সাথে সহ সভাপতি হিসেবে লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।