ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “Research Methodology and Academic Writing” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ আগস্ট ২০২৫, রোজ রবিবার, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে আয়োজিত এ সেমিনারে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দ মো. মাহবুব হাসান, মো. বিলাল হোসেন, ইঞ্জিনিয়ার নূরনবী, তানজিনা রিফাত টুম্পা, প্রসেনজিৎ সেন এবং মো. আবিদুর রহমান নিবিড়।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. শাহ আলিমুজ্জামান। তিনি গবেষণা পদ্ধতি, একাডেমিক রাইটিং, তথ্য সংগ্রহ, ডাটা বিশ্লেষণ ও প্রবন্ধ প্রকাশনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের গবেষণায় বৈজ্ঞানিক ডাটাবেইজ, অনলাইন জার্নাল এবং বিশ্বস্ত উৎস ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গবেষণার সময় একাডেমিক সততা ও নৈতিকতা বজায় রাখার দিকেও আলোকপাত করেন।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা গবেষণা বিষয় নির্বাচন, সময় ব্যবস্থাপনা, ল্যাব সুবিধার সীমাবদ্ধতা ও ক্যারিয়ারভিত্তিক গবেষণার প্রয়োজনীয়তা নিয়ে নানা প্রশ্ন করেন। ড. আলিমুজ্জামান ধৈর্যসহকারে সব প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী পরামর্শ প্রদান করেন। তিনি বিশেষভাবে শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দিষ্ট একটি বিষয়ে গবেষণায় যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন।
সেমিনারের শেষাংশে তিনি ঐতিহ্যবাহী মসলিন কাপড় পুনরুদ্ধার প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। উল্লেখ্য, তিনি এ প্রকল্পের অন্যতম প্রধান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদের গবেষণা কার্যক্রম ও একাডেমিক লেখালেখিতে নতুন দিকনির্দেশনা দেবে।